শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পরকীয়ার জেরে পাংশার যুবককে ডেকে নিয়ে গলা কেটে হত্যা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম
আড়াইহাজার উপজেলা থেকে তার মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
expand
আড়াইহাজার উপজেলা থেকে তার মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রাজবাড়ীর পাংশা উপজেলার এক যুবককে পরকীয়ার জেরে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে নৃশংসভাবে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা থেকে তার মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবকের নাম আব্রাহাম খান (২৫)। তিনি পাংশা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরদুর্লভদিয়া এলাকার ওয়াজেদ খানের ছেলে ।

পরিবার সূত্রে জানা যায়, আলিম কাতারপ্রবাসী ছিলেন। প্রায় ৫–৬ মাস আগে তিনি দেশে ফেরেন। গত ১৫ ডিসেম্বর তিনি কালুখালী উপজেলার বন্ধু শাকিল শেখের সঙ্গে ঢাকায় কাজের উদ্দেশ্যে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। ওই দিন রাত থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় একটি রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের একটি মাথাবিহীন মরদেহ উদ্ধার করে আড়াইহাজার থানা পুলিশ। পরে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে মরদেহটির পরিচয় নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, মরদেহটির মাথা বিচ্ছিন্ন ছিল এবং শরীরে কোনো পোশাক ছিল না। একই সঙ্গে পেটের নাড়িভুঁড়ি বের করা অবস্থায় পাওয়া যায়। পরে মরদেহ উদ্ধারের পাশের একটি খাল থেকে বিকেল সাড়ে ৪টার দিকে তার মাথা উদ্ধার করা হয়।

নিহতের পরিবার দাবি করেছে, পাংশা পৌর শহরের পারনারায়ণপুর এলাকার প্রবাসী মোবারক মন্ডলের স্ত্রী মরিয়ম খাতুনের সঙ্গে আলিমের পরকীয়ার সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জের ধরেই আলিমকে নারায়ণগঞ্জে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

জানা যায়, কিছুদিন আগে আলিম ও মরিয়মকে পরকীয়ায় লিপ্ত অবস্থায় এলাকাবাসী হাতেনাতে ধরে ফেলেন। ঘটনার পর মরিয়ম খাতুন তার বাবার বাড়ি নারায়ণগঞ্জে চলে যান। ঘটনার পর পারনারায়ণপুরে মরিয়মের শ্বশুরবাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং তার সঙ্গে যোগাযোগও সম্ভব হয়নি।

এ বিষয়ে আলিমের বন্ধু শাকিল শেখ বলেন, “গত পাঁচ-ছয় মাস ধরে আলিমের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। আজ সকালে তার চাচা আমাকে ফোন করে জানান, আলিমকে নারায়ণগঞ্জে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আমি কিছুই জানি না।”

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুল ইসলাম বলেন, “আড়াইহাজার থানা পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। নিহতের পরিবারকে অবহিত করা হয়েছে। তারা মরদেহ আনতে নারায়ণগঞ্জে গেছেন।”

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “১৬ ডিসেম্বর তারিখে আমরা নিহতের মাথাবিহীন মরদেহ উদ্ধার করি। মরদেহ উদ্ধারের স্থানের পাশের একটি খাল থেকে আজ বিকেল ৪টার দিকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে ক্ষতিয়ে দেখছি।”

নিহতের পরিবার এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X