বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাংশায় পৃথক অভিযানে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম
চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার
expand
চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় পৃথক দুটি অভিযানে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ তিনজনকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে পাংশার মাছপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পাংশা উপজেলার মাছপাড়া ইউপির গাড়াল গ্রামের শুকুর আলী মন্ডলের ছেলে সজিব মন্ডল (২১), মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার কানুটিয়ে গ্রামের মন্নু মোল্লার ছেলে নাজমুল হাসান মুন্না (৩০), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবী নগর উপজেলার বাড়াইল গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে মোঃ সমীর মিয়া (৩২)।

থানা সূত্রে জানা যায়- পাংশা থানার মামলা নং-১৫, তারিখ-২৫/১১/২০২৫ খ্রিঃ, ধারা-৪১৩ পেনাল কোড অনুযায়ী জেলা পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামের দিক নির্দেশনায় ও পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেব্রত সরকারের সার্বিক তত্ত্বাবধানে এবং পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) সাজিদ আহমেদ ও সঙ্গীয় ফোর্স সহ মঙ্গলবার বিকালে মাছপাড়া উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে সজিব মন্ডলের দেখানো মতে মাছপাড়া উত্তর বাজারের মা-বাবার দোয়া মোটরস (আলিমের গ্যারেজ) এর সামনে থেকে রেজিস্ট্রেশনবিহীন ম্যাট ব্লু রঙের একটি TVS Apache RTR মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অপরদিকে একই দিলে পাংশা থানার এফআইআর নং-২০, তারিখ- ২৫/০৭/২০২৫ খ্রিঃ,, জি আর নং-১৭৪, তারিখ- ২৫/০৭/২০২৫ খ্রিঃ,, ধারা- ৪৫৪/৩৮০, পেনাল কোড ১৮৬০ অনুযায়ী আরেকটি চুরি মামলার তদন্তে এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান পরিচালনা করে নাজমুল হাসান মুন্না ও মোঃ সমীর মিয়ার দেখানো মতে ব্রাহ্মনবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানাধীন ভিটিজাগরাচর ভোজন বাড়ী রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের সামনে পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে রেসিং ব্লু রঙের Yamaha R15 মোটরসাইকেলটি উদ্ধার করে।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন