রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম
পিরোজপুরে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
expand
পিরোজপুরে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি সদর উপজেলা চত্বর থেকে শুরু হয়ে জেলা পরিষদ কার্যালয় প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহীদ ওমর ফারুক মিলনায়তন এলাকায় অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। বিশেষ অতিথি জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।

আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. দেলোয়ার হোসেন,সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. আব্দুর রব,সশস্ত্র বাহিনী পরিষদ বাগেরহাট জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মাহফুজ,জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল আউয়াল,জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আলমগীর হোসেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয়। পাশাপাশি অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

দিনব্যাপী আয়োজনে জেলার বিভিন্ন উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। শেষে মিলনমেলা ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন