শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে তারেক রহমানের জন্মদিনে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম
পিরোজপুরে তারেক রহমানের জন্মদিনে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
expand
পিরোজপুরে তারেক রহমানের জন্মদিনে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিনে পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে পশ্চিম ছোট বুইচাকাঠী আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ একাডেমীর মূল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাফেজি ও নুরানি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মো. জাহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাওহীদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ. এম. শামীম হাসান, সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, অহিদুজ্জামান চঞ্চল, মশিউর রহমান মিঠু, নাজিরপুর শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফাইজুল ইসলাম ফয়েজ, সাবেক সদস্য সচিব মাইনুল ইসলাম মঈন, বর্তমান সভাপতি মো. আসাদ সেখ, সাধারণ সম্পাদক ইমাম খান, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান শেখ শোভন, সাধারণ সম্পাদক জোনায়েদ ইসলাম দুলাল, শ্রীরামকাঠী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জোবায়ের মোল্লাসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতা-কর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন