সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিকের ওপর হামলা

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০১:০৯ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

পিরোজপুরের ইন্দুরকানীতে সংবাদ সংগ্রহের সময় দৈনিক জনকণ্ঠের জেলা সংবাদদাতা নাছরুল্লাহ আল-কাফী এবং নাগরিক প্রতিদিনের জেলা প্রতিনিধি আরিফ বিল্লাহ অতর্কিত হামলার শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রোববার বিকেলে উপজেলার চন্ডিপুর এলাকায় সুপারি কেনাবেচা ও পরিবহন সমস্যাবিষয়ক সংবাদ সংগ্রহ করছিলেন দুই সাংবাদিক। এসময় একই স্থানে চন্ডিপুর ইউনিয়ন বিএনপির একটি সমাবেশ চলছিল। সাংবাদিকরা সুপারি বোঝাই ট্রাক ও বাজার পরিস্থিতির ভিডিও ধারণ করার সময় হঠাৎ বহিরাগতদের একটি দল তাদের ওপর হামলা চালায়।

হামলাকারীরা তিনটি মোবাইল ফোন, মাইক্রোফোন, ক্যামেরা স্ট্যান্ড, পেনড্রাইভ, প্রেসকার্ড ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহত দু'জনকে উদ্ধার করে প্রথমে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থা গুরুতর হলে জেলা হাসপাতালে পাঠায়।

দৈনিক জনকণ্ঠের সাংবাদিক নাছরুল্লাহ আল-কাফী বলেন,“আমরা চন্ডিপুর আদর্শ বিদ্যালয় মাঠে সুপারি বাজারের ভিডিও করছিলাম। একই মাঠে বিএনপির সমাবেশ চলছিল। ঠিক তখনই আমার সহকর্মী আরিফ বিল্লাহর ওপর অতর্কিত হামলা হয়। তাকে বাঁচাতে গেলে আমাকেও মারধর করা হয় এবং আমার তিনটি মোবাইল ছিনিয়ে নেয়। পরে একটি মোবাইল উদ্ধার হয়েছে।”

উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ হোসেন বলেন, “সমাবেশের পাশে সাংবাদিকরা সুপারির ছবি তুলছিলেন। এসময় বহিরাগত কিছু লোক এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং দুই সাংবাদিক আহত হন। ঘটনা অত্যন্ত দুঃখজনক। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. মোস্তফা জাফর জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। সাংবাদিকদের থানায় অভিযোগ করার অনুরোধ জানানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন