

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড–২০২৫-এর বৃহত্তর বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়।
এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গোপালগঞ্জ জেলা মিলিয়ে মোট ১৩টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ১২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী, লেখক ও কলামিস্ট অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। সভাপতিত্ব করেন আয়োজক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।
গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরা সুলতানা বলেন,“গণিত আমার প্রিয় বিষয়। প্রথমবার গণিত অলিম্পিয়াডে এসে ভালো লাগছে। এখানে ইউনিক ও সৃজনশীল ম্যাথ দেওয়া হয়, যা আমাদের চিন্তাশক্তি বাড়াতে সাহায্য করে।”
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন,“গণিত চিন্তার নতুন জগত তৈরি করে। প্রতিবছর এমন আয়োজন হলে আমরা নিজেদের দক্ষতা যাচাইয়ের সুযোগ পেতাম।”
প্রধান অতিথি অধ্যাপক কায়কোবাদ জানান, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দক্ষ ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। দক্ষিণ বাংলার শিক্ষার্থীরা গণিতে আরও আগ্রহী হয়ে উঠবে। যারা এখানে ভালো করবে, তারা ঢাকায় অনুষ্ঠিত ফাইনালে অংশ নেবে।”
উপাচার্য অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, “বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এখান থেকে নির্বাচিত সেরা ১০ জন আগামী ৫ ডিসেম্বর বুয়েটে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে অংশ নেবে। সেখান থেকে নির্বাচিত সেরা ৫ জন বুলগেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।”
মন্তব্য করুন