সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে নারী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম
পিরোজপুরে নারী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
expand
পিরোজপুরে নারী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ঝেলাগাতি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত রোকেয়া বেগম হত্যার ছয় মাস পেরিয়ে গেলেও এখনো চার্জশিট দাখিল হয়নি। এ ঘটনার বিচার দাবিতে নিহতের পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করেছেন।

শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় পিরোজপুর শহরের টাউনক্লাব সড়কে নিহতের স্বজন, স্থানীয় শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে নিহত রোকেয়া বেগমের স্বামী আব্দুর রব আকন, দেবর আব্দুল হক আকন, ভাই মোসলেম মোল্লা, মামলার বাদী ও নিহতের কন্যা নাসরিন আক্তার এবং জমাতা আল হেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গত ২৮ মে প্রতিপক্ষ পরিবারের হামলায় রোকেয়া বেগম নিহত হন। ওইদিনই নিহতের মেয়ে নাসরিন আক্তার বাদী হয়ে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাতজনকে আসামি করা হয়।

তারা আরও বলেন, পুলিশ চারজনকে গ্রেপ্তার করলেও তিনজন জামিনে মুক্ত হয়ে এখন মামলার বাদীপক্ষকে হুমকি দিচ্ছে। ছয় মাস পার হলেও চার্জশিট না হওয়ায় তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

নিহতের মেয়ে নাসরিন আক্তার বলেন, “মায়ের হত্যার ছয় মাস পার হলেও আমরা এখনো ন্যায়বিচার পাইনি। ঘাতকেরা রাজনৈতিক আশ্রয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে, উল্টো আমাদের ভয় দেখাচ্ছে। আমরা দ্রুত চার্জশিট ও বিচার চাই।”

স্থানীয়রা জানান, আদালতের রায় থাকা সত্ত্বেও প্রতিপক্ষ পরিবার এখনো দখল করা জমি ছাড়েনি। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও আদালতের রায় কার্যকর করার দাবি জানান।

বক্তারা বলেন, একজন নিরীহ নারীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার পরও যদি বিচার না হয়, তাহলে সাধারণ মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা কমে যাবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা রোকেয়া বেগম হত্যার দ্রুত চার্জশিট দাখিল ও বিচার প্রক্রিয়া শুরু করার দাবি জানান।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান বলেন, “এখনো ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাইনি। রিপোর্ট হাতে পেলেই দ্রুত আদালতে চার্জশিট দাখিল করা হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন