শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে নদীতে বিষ দিয়ে মাছ ধরায় ৩ জেলেকে  আটক

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম
বিষ দিয়ে মাছ ধরায় ৩ জেলেকে  আটক
expand
বিষ দিয়ে মাছ ধরায় ৩ জেলেকে  আটক

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পোনা নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় তিন জেলেকে হাতেনাতে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারী) সকাল ৬টার দিকে ১নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী পোনা নদীতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলে উত্তর শিয়ালকাঠী গ্রামের হাফিজুল খান (৩৫), রফিকুল ইসলাম (৩৫) এবং কামলা খলিফা (৪৫)।

সকাল ১১ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার। ভ্রাম্যমাণ আদালতে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ (সি) ধারায় হাফিজুল খান কে ১ মাসের কারাদন্ড ও ৫শত টাকা এবং রফিকুল ইসলাম ও কামল খলিফাকে ১৫ দিন কারদন্ড ও প্রতেককে ৫শত টাকা জরিমানা করেন। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভাণ্ডারিয়া কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ রাজু আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পোনা নদীতে বিষ দিয়ে মাছ ধরার সময় তিনজনকে আটক করি। তাদের কাছ থেকে দুটি নৌকা জব্দ করা হয়েছে। তবে এ সময় খালেক নামে একজন পালিয়ে যান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X