

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুরের জিয়ানগরে দৈনিক নাগরিক ভাবনার উপজেলা প্রতিনিধি সুদর্শন ব্যানার্জী (৩৫) এর ওপর হামলার অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের রেখাখালী–সুতারখালী গ্রামে এ ঘটনা ঘটে। হামলার পর তিনি পিরোজপুর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
এ বিষয় আজ মঙ্গলবার সুদর্শন ব্যানার্জী জিয়ানগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সুদর্শন ব্যানার্জী জানান, বাড়ির পাশের চলাচলের রাস্তায় হঠাৎ খুঁটি পোঁতা দেখে কারণ জানতে চান। এ সময় পাশের বাসিন্দা হরিকান্ত শীল (৫৫), তার ছেলে প্রশান্ত শীল (২৫)সহ পাঁচজন মিলে তার ওপর চড়াও হন। তখন তারা লাঠি, কিল-ঘুষি দিয়ে মারধর করেন এবং তার মোবাইল ফোন ও ঘরের চাবি ছিনিয়ে নেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফোন ও চাবি উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, ওই এলাকায় জমি ও রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলমান। এ নিয়ে অতীতেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
স্থানীয় ইউপি সদস্য মো. কাওছার বলেন, খুঁটি পোঁতার বিষয়টি আগে জানতাম না। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
ইউপি চেয়ারম্যান মো. শাহীন ইসলাম বর্তমানে ঢাকায় থাকায় দূর থেকে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এলাকায় ফিরে তদন্ত করে ব্যবস্থা নেব। দীর্ঘদিন ধরে বাগানবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছে। সম্প্রতি আমার মাকেও মারধরের অভিযোগ উঠেছে।
অভিযুক্ত হরিকান্ত শীল দাবি করেন, রাস্তা আমাদের পৈতৃক সম্পত্তির অংশ। তাই অন্য কাউকে ব্যবহার করতে দিতে চাই না।
ভুক্তভোগী পরিবারের প্রবীণ সদস্য সরজিৎ ব্যানার্জীর অভিযোগ, খুঁটি পুঁতে আমাদের চলাচলের পথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। শিশুরা স্কুলে যেতে পারছে না, বাজারে যাওয়া বন্ধ। সাংবাদিক হওয়ায় উল্টো আমাদের গালমন্দ করা হচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
পত্তাশী বাজার কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন, দীর্ঘদিনের জমিজমা বিরোধের জেরে পরিবারটি এখন কার্যত জিম্মি। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া জরুরি।
ইন্দুরকানী থানার ওসি মো. আহসান কবির বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন