

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর রাঙ্গাবালীতে ধানের শীষের নির্বাচনীয় এক জনসভায় একশ’র অধিক নেতাকর্মী আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া গ্রামের ‘তক্তাবুনিয়া’বাজার সংলগ্ন ‘বড়বাইশদিয়া কলেজ’ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মাঝে ঐ ইউনিয়নের জনপ্রতিনিধিসহ প্রায় শতের অধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মীদের পৃথক পৃথক মিছিলে ঢল নেমে আসে। নেতাকর্মীদের মাঝে একটি উৎসবের আমেজ ভেসে ওঠেছে।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, ক্ষমতা আপনাদের (জনগণের) কাছে, আপনারাই নির্ধারণ করবেন পটুয়াখালী-৪ আসনে কাকে নিবার্চিত করবেন। আপনারাই নির্ধারণ করবেন এই আসনকে পরিচালিত করবেন সুতরাং এই ক্ষমতা আপনার কাছে ফিরিয়ে দেয়ার জন্য দীর্ঘ সতেরোটি বছর লড়াই সংগ্রাম করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
মোশাররফ হোসেন আরো বলেন, অবহেলিত এই রাঙ্গাবালীর জনগণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। যদি বিএনপি ক্ষমতায় আসে আগামী ৬ মাসের মধ্যে হাসপাতাল নির্মাণ ও সাব-রেজিস্টার অফিসের কাজ পরিচালিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি আরো বলেন, আমাদের আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি সর্বদা প্রস্তুত।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি- আবদুর রহমান ফরাজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক-হারুন অর রশীদ হাওলাদার, ডা. মুরাদ প্রভাষক মিজানুর রহমান নান্নু, হাজ্বী আল-মামুন সহ তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
