শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান, জিয়ারত করবেন আবু সাঈদের কবর

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৭ এএম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
expand
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

দীর্ঘ দুই দশক পর আজ শুক্রবার রংপুরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে নতুন করে উজ্জীবিত হয়েছেন রংপুরের নেতাকর্মীরা।

ইতোমধ্যে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। তার আগমনকে কেন্দ্র করে শুধু রংপুর মহানগরী নয়, গোটা জেলার নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা দিয়েছে।

নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে।

সফরে তিনি আগে বগুড়ায় আসবেন এবং সেখান থেকে আসার পথে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

পরে বিকাল সাড়ে ৪টায় রংপুরের কালেক্টরেট ঈদগাঁহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। রাতে রংপুরের অবস্থানের পর তিনি আগামীকাল শনিবার সড়ক পথে ঢাকায় ফিরবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X