শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনাকে ফেরত না দিলে ভারতের বক্তব্য মূল্যহীন: সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম
expand
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফাঁসির দণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ না করা পর্যন্ত ভারতের যেকোনো মন্তব্য বা অবস্থান তাদের কাছে গুরুত্ব বহন করে না।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে পঞ্চগড়ের আটোয়ারীতে অনুষ্ঠিত আলোকাখোয়া রাশমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সারজিস আলম অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে গুম-খুন, বিচারবহির্ভূত হত্যা ও নানাধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তাঁর মতে, এসব ঘটনার তুলনায় ঘোষিত দণ্ড অনেকটাই সামান্য হলেও দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তিই তাঁর বিরুদ্ধে দেওয়া হয়েছে, যা এখন কার্যকর হওয়ার অপেক্ষায় রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে দণ্ড কার্যকরের প্রক্রিয়া সম্পন্ন হবে।

তিনি আরো বলেন, এক স্বৈরশাসকের শাস্তি কার্যকর হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে আরও একধাপ এগোবে।

সারজিস আলম আরও বলেন, জুলাইয়ের ঘটনার বিচার কাজ সমাপ্ত করে রায় ঘোষণা করা সরকারের অঙ্গীকার বাস্তবায়নের দিকটি স্পষ্ট করেছে। পাশাপাশি জুলাই সনদ, গণভোট ও নোট অব ডিসেন্ট—এই তিন ক্ষেত্রেই অগ্রগতি দৃশ্যমান।

এনসিপির এই সংগঠক জানান, এখন তাদের প্রধান লক্ষ্য জুলাই সনদের পূর্ণ প্রয়োগ এবং রাষ্ট্র কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়া।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন