বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১০:১৮ এএম
পঞ্চগড়ে বইছে হিমেল হাওয়া
expand
পঞ্চগড়ে বইছে হিমেল হাওয়া

হিমালয়ের কন্যা নামে খ্যাত দেশের সর্বউত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে দিন দিন কমতে শুরু করেছে তাপমাত্রা। শীতপ্রবণ এই অঞ্চলে এখনই বইতে শুরু করেছে হিমেল হাওয়া, ফলে বাড়ছে শীতের আমেজ। দিনের বেলায় ঝলমলে রোদ থাকলেও সন্ধ্যার পর থেকেই নেমে আসে শীতের কাঁপুনি।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে সকাল ৬টায় রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর থেকে বইছে ঠান্ডা হাওয়া, আর ভোরে ছড়িয়ে পড়ছে কুয়াশার চাদর।

তাপমাত্রা কমে যাওয়ায় লেপ-তোশক ও গরম কাপড়ের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। পাশাপাশি শীতের পিঠা বিক্রিতে সজীব হয়ে উঠেছে স্থানীয় বাজারগুলো। ভাপা, চিতই আর পাটিসাপটার গন্ধে মুখরিত হচ্ছে সন্ধ্যার হাটবাজার। শীত উপভোগে পিঠার দোকানগুলোতে ভিড় করছেন স্থানীয়রা।

তবে ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগেও আক্রান্ত হচ্ছেন অনেকে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি ও জ্বরের প্রকোপ বেড়েছে।

এতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় হাসপাতালগুলোতে রোগীর চাপও বাড়ছে।

জেলা শহরের ইজিবাইক চালক নজরুল ইসলাম বলেন, সকাল সকাল কাজে বের হলে অনেক শীত অনুভূত হচ্ছে । কয়েকদিন ধরে ঠান্ডা বাড়ছে, মনে হচ্ছে আরও বাড়বে।

একই এলাকার চা শ্রমিক হাসিবুল হক বলেন, সকালের কুয়াশায় হাত-পা জমে আসে। প্রতিবছর শীত আসে, কিন্তু আমরা গরীব মানুষ ঠিকমতো শীতবস্ত্র পাই না। সরকার যদি আগেভাগেই শীতবস্ত্র দেয়, তাহলে আমাদের অনেক উপকার হবে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল (মঙ্গলবার) ১৪ দশমিক ৫ ডিগ্রির তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ক্রমশ কমছে। নভেম্বরের শেষের দিকে আরও শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন