

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরে এক রাতের ব্যবধানে দুইটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১১টায় গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার চক্রবর্তী এলাকার জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে একটি বাস দাঁড়িয়ে ছিল।
এ সময় মোটরসাইকেলে করে দুইজন যুবক এসে বাসটির পাশে দাঁড়ায়। একপর্যায়ে তারা বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে আগুন নেভান। বাসটিতে কোনো যাত্রী না থাকায় কেউ আহত হননি।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বাসের কিছু অংশ পুড়ে গেলেও হতাহতের ঘটনা ঘটেনি।
অন্যদিকে, বুধবার (১২ নভেম্বর) ভোরে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাস্থলটি গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিস স্টেশনের ঠিক সামনেই।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজিব হোসেন বলেন, ফজরের আযানের কিছুক্ষণ আগে স্টেশনের সামনেই দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসের সিটসহ বেশ কিছু অংশ পুড়ে যায়।
এ বিষয়ে জানতে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার অফিসার ইনচার্জ মো. শাহীন খানকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
মন্তব্য করুন