সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় শহীদ ইয়ামিন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত 

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৬:২২ পিএম
পাবনায় শহীদ ইয়ামিন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত 
expand
পাবনায় শহীদ ইয়ামিন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত 

জুলাই অভ্যুত্থানে পুলিশের এপিসি থেকে নির্মম ও অমানবিকভাবে ফেলে দেওয়া শহিদ শাইখ আসহাবুল ইয়ামিনের স্মরণে পাবনা এডওয়ার্ড কলেজে শহিদ ইয়ামিন আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) সকালে কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম।

এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়ালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ও শহিদ ইয়াসমিনের বাবা মহিউদ্দিনসহ অন্যান্যরা।

প্রতিযোগিতায় মোট ১৮টি দল অংশগ্রহণ করে। ফাইনালে বাংলা বিভাগ বনাম ডিগ্রি পাস কোর্সের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে ডিগ্রি পাস কোর্স বিজয়ী হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন