

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নির্বাচন আয়োজনের আগে গণভোট নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম।
তিনি স্পষ্ট করে বলেন, গণভোটের আয়োজন ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে নোয়াখালীর পৌরবাজারে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সমাবেশ শেষে বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এটিএম মাসুম বলেন, জুলাই সনদের মাধ্যমে দেশে একটি স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। এই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে এবং গণভোটের মাধ্যমে গণআস্থার ভিত্তি দৃঢ় করতে জামায়াত আগেই দাবি তুলেছিল।
তিনি অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী দেশকে সঠিক পথে এগোতে দিতে চায় না। “আমরা যখন রাস্তায় নেমে এই দাবি তুললাম, তখন অনেকেই বলেছে—এগুলো আলোচনার টেবিলে সমাধানের বিষয়। কিন্তু প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যেই প্রমাণ হয়েছে, আমাদের সন্দেহ ও আন্দোলন অমূলক ছিল না,” বলেন মাসুম।
জামায়াতের পাঁচ দফা দাবির বিষয়টি তুলে ধরে তিনি বলেন—
জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া ও সাংবিধানিক মর্যাদায় উন্নীত করা,
গণভোটের মাধ্যমে এটিকে জাতীয় অঙ্গীকার হিসেবে প্রতিষ্ঠা করা,
নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করা,
পূর্ববর্তী স্বৈরশাসনের বিচার কার্যকর করা,
এবং ভবিষ্যতে যেন কোনো স্বৈরশাসক তৈরি না হতে পারে—সেজন্য নির্বাচন পরিষদকে সম্পূর্ণ স্বাধীন করা।
মাসুম দাবি করেন, “এই লক্ষ্য শুধু জামায়াতের নয়, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষও এসব দাবির প্রতি সমর্থন জানায়।”
মন্তব্য করুন