শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে জনস্বাস্থ্য প্রকৌশলীর অপসারণের দাবিতে মানববন্ধন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ পিএম
expand
নোয়াখালীতে জনস্বাস্থ্য প্রকৌশলীর অপসারণের দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে জনস্বাস্থ্য প্রকৌশলীর অনিয়মের প্রতিবাদ ও তার অপসারণের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে অবস্থান নিয়ে ভুক্তভোগীরা জানান, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম কর্তৃক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালামকে হেনস্তা এবং দফতরে অর্থ লেনদেন, মোটা অংকের টাকার বিনিময়ে নির্দিষ্ট ঠিকাদারদের কাজ দেওয়াসহ বিভিন্ন অনিয়ম করেছেন।

এসব অনিয়মের প্রতিবাদ ও তার অপসারণের দাবি জানিয়ে মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ফ্যাসিস্ট হাসিনা সরকার থাকাকালীন নোয়াখালীতে যোগদান করেন সাইফুল ইসলাম। নোয়াখালীতে যোগদানের পর সে নিজেকে আওয়ামী লীগের প্রভাবশালী পরিচয় দিয়ে আধিপত্য বিস্তার শুরু করে। পরে এই প্রভাবে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসকে দুর্নীতির এক স্বর্গরাজ্য হিসেবে গড়ে তোলেন। তার অনিয়ম ও দুর্নীতি নিয়ে বিভিন্ন সময় কথা বলতে গিয়ে রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ হয়রানি শিকার হয়েছেন। তার অনিয়ম নিয়ে কথা বলতে গিয়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারও হেনস্থার শিকার হয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন