

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিরল এক বিয়ে সংক্রান্ত ঘটনা ঘটে।
কনের বাড়ি সাজানো, অতিথি আপ্যায়ন ও রান্নাবান্না সব প্রস্তুত থাকলেও বর আরমান হোসেন মঞ্চে বসে ‘কবুল’ না বলার সিদ্ধান্ত নেন। কারণ, তার প্রিয় বন্ধু রিয়াজ বেপারী উপস্থিত ছিলেন না।
স্থানীয় সূত্রে জানা যায়, আরমানের বিয়ে ঠিক হয়েছিল তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামের এক তরুণীর সঙ্গে। বিয়ের আগে বরযাত্রী কনের বাড়িতে পৌঁছানোর সময় বর আরমানের ছোটবেলার ঘনিষ্ঠ বন্ধু রিয়াজ কোনো কারণে গাড়িতে না বসে যাওয়ায় তিনি ক্ষিপ্ত হন। এ কারণে বর নিজেও বিয়ের কাজ শুরু করতে অনিচ্ছুক ছিলেন।
পরিবার ও আত্মীয়রা বহু অনুরোধ করলেও আরমান অটল ছিলেন। স্পষ্ট করে জানান, রিয়াজ না আসলে আমি ‘কবুল’ বলব না।
দুই ঘণ্টা পার হওয়ার পর অবশেষে বরপক্ষের সদস্যরা রিয়াজকে সঙ্গে নিয়ে আসেন। এরপর হাসিমুখে আরমান মঞ্চে বসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
বর আরমান হোসেন বিষয়টি প্রসঙ্গে বলেন, রিয়াজ আমার ছোটবেলার বন্ধু। আমার জীবনের সবচেয়ে আনন্দের দিনে সে থাকবে না, এটা আমি মেনে নিতে পারিনি। তাই ও আসার পরই বিয়ে সম্পন্ন করেছি। এই বন্ধুত্ব আজকের দিনে আমার কাছে সবচেয়ে বড়।
স্থানীয়রা এই ঘটনা নিয়ে অবাক এবং প্রশংসা প্রকাশ করেছেন, কারণ বন্ধুত্বের জন্য নিজের বিয়ে পর্যন্ত স্থগিত করা আজকের দিনে বিরল ঘটনা।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    