শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে প্রকাশ্যে সড়কের ওপর এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৬:০২ পিএম
expand
নোয়াখালীতে প্রকাশ্যে সড়কের ওপর এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

নোয়াখালীতে প্রকাশ্যে সড়কের ওপর এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সুব্রত চন্দ্র দাশ (৪২)।

সোমবার (১৩ অক্টোবর) বেলা পৌনে দুইটার দিকে সুবর্ণচর উপজেলার চর জবলী গ্রামের পালোয়ান বাড়ির সামনে আট কপালিয়া–পরিষ্কার বাজার সড়কে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সুব্রত চন্দ্র দাশ উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর বজলুল করিম গ্রামের চিরু রঞ্জন দাশের ছেলে। খবর পেয়ে চর জব্বর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর কথা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুব্রতের স্ত্রী রিকতা রানী দাশ চর জব্বর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত। প্রতিদিনের মতোই সোমবার দুপুরে স্ত্রীকে আনার জন্য তিনি মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথিমধ্যে পালোয়ান বাড়ির সামনে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে আসা একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি কোপানোর পর গলা কেটে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সুব্রত মারা যান। তাঁর মোটরসাইকেলটি অক্ষত অবস্থায় সড়কে পড়ে ছিল।

নিহতের কাকা লিটন চন্দ্র দাশ জানান, সুব্রত আগে ব্যবসা করতেন। পরে স্ত্রীর চাকরির কারণে ব্যবসা ছেড়ে দেন। কে বা কারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তারা জানেন না। তিনি দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং হত্যার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন