

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীতে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের একটি উঠান বৈঠকে বাধা দেওয়া ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের কয়েকজন কর্মীর বিরুদ্ধেই এ অভিযোগ আনা হয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম করিমপুর এলাকায়।
এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার (৯ অক্টোবর) তাজ নাহার বেগম সুমি (৩৮) নামের এক নারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদ আবু সাঈদের স্মরণে আয়োজিত জামায়াতের মহিলা শাখার বৈঠকটি চলছিল তাজ নাহারের নিজ উঠানে। বৈঠকে জামায়াতের সম্ভাব্য প্রার্থী এএসএম ইসহাক খন্দকার উপস্থিত ছিলেন।
অভিযোগে বলা হয়, বৈঠকের সময় স্থানীয় গোলাম নূর রোমান, হোসেন বাবলু, রুবেলসহ মোটরসাইকেলযোগে ১০-১২ জন যুবক সেখানে এসে বৈঠক বন্ধ করতে বলেন এবং অংশগ্রহণকারী নারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
অভিযোগে বলা হয়, বৈঠকে উপস্থিত ৩০-৩৫ জন নারীকে মারধর ও লাঞ্ছিত করার হুমকি দিয়ে উঠান থেকে বের করে দেয়। এছাড়াও বৈঠক আয়োজনকারী তাজ নাহার বেগমকে নগ্ন করে ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি এবং তার ছেলে গলা কেটে হত্যার হুমকি দেয়।
বৃহস্পতিবার সকালেও গোলাম নূর রোমান নামে অভিযুক্ত এক ব্যক্তি তার বাড়ির সামনে এসে পুনরায় ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ রয়েছে।
যোগাযোগ করা হলে গোলাম নূর রোমান বলেন, “আমি নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক। সেখানে জামায়াতের বৈঠক হওয়া নিয়ে আমার আপত্তি ছিল না, কিন্তু জায়গাটি এমন একটি বাড়ি যেখানে আগে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা হয়েছিল, তাই বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে।”
এ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা আমির এএসএম ইসহাক খন্দকার বলেন, “রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী। অতীতে যেমন দমন-নিপীড়ন প্রতিহত হয়েছে, এবারও আইনি পথে আমরা পদক্ষেপ নেব।”
এদিকে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, “যদি এমন ঘটনা ঘটে থাকে, দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকেরই রাজনৈতিক কর্মকাণ্ড করার অধিকার রয়েছে।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    