শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিভাগ ঘোষণার দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ ও অবরোধ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৪:০৩ পিএম
নোয়াখালী বিভাগ চেয়ে সড়ক অবরোধ। বরিবার দুপুরে নোয়াখালীর জেলা শহর মাইজদীর মোহাম্মদীয় মোড়ে
expand
নোয়াখালী বিভাগ চেয়ে সড়ক অবরোধ। বরিবার দুপুরে নোয়াখালীর জেলা শহর মাইজদীর মোহাম্মদীয় মোড়ে

নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ করার দাবিতে রবিবার (৫ অক্টোবর) জেলায় ব্যাপক বিক্ষোভ, মানববন্ধন, সমাবেশ ও সড়ক অবরোধ অনুষ্ঠিত হয়েছে।

সকালে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটি এবং স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ সেনবাগ, বেগমগঞ্জ, সুবর্ণচর এবং জেলা শহর মাইজদীতে পৃথক কর্মসূচি পালন করেন।

সেনবাগ থানার মোড়ে সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর রহমান, মুক্তিযোদ্ধা আবু তাহের ও অন্যরা।

দুপুরের দিকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে মিছিল শুরু করে মাইজদী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মোহাম্মদীয়া মোড়ে অবরোধ গড়ে তোলেন। প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

এদিকে সুবর্ণচরের খাসেরহাট এলাকায় সকাল ১০টায় স্থানীয়রা মানববন্ধন ও সড়ক অবরোধ করেন, যা প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। একইভাবে বেগমগঞ্জের জমিদারহাট বাজারেও একই দাবিতে বিক্ষোভ ও সমাবেশ হয়।

বক্তারা অভিযোগ করেন, কিছু মহল নোয়াখালীকে কুমিল্লার সঙ্গে যুক্ত করে নতুন বিভাগ গঠনের ষড়যন্ত্র করছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণা না করা হলে আরও কঠোর আন্দোলন শুরু হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন