

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালী-৫ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী বেলায়েত হোসেন সংবাদ সম্মেলন করেন। রবিবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন বিষয়ে অভিযোগ উত্থাপন করেন।
তিনি বলেন, গত ২০ ও ২২ ডিসেম্বর তাঁর পূর্বনির্ধারিত কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। নিয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে আয়োজিত একটি মহিলা উঠান বৈঠকে হামলা চালানো হয়। তাঁর দাবি অনুযায়ী, যুবদল নেতা 'ছোটনের' নেতৃত্বে এই হামলা সংঘটিত হয়েছে।
তিনি আরও জানান, নরোত্তমপুর ইউনিয়নের সাদুল্লাহপুর গ্রামের মহিলা সমাবেশে আব্দুল রহিম, রুবেল ও সাদ্দাম হোসেন রুমনের নেতৃত্বে বাধা ও হামলা চালানো হয়েছে। এ ছাড়া নিয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডেও যুবদল নেতা 'ওয়াদুদ'-এর নেতৃত্বে নারী কর্মীদের প্রচারণায় বাধা দেওয়া হয়।
কবিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে যুবদল নেতা 'আলাউদ্দিন'-এর নেতৃত্বে ভোটারদের হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর ভাষ্যমতে, ভোটাররা কেন্দ্রে গেলে তাঁদের 'পা ভেঙে দেওয়া হবে' বলে ভয় দেখানো হচ্ছে। বেলায়েত হোসেন বলেন, এসব ঘটনার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে (থানা, এসপি, ডিসি) লিখিতভাবে জানানোর পরেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এবং আশা প্রকাশ করেন যে, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে প্রশাসন দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনে জয়-পরাজয় জনগণের ভোটের ওপর নির্ভর করবে; তবে প্রচারণায় বাধা প্রদান বা ভয়ভীতি দেখানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া পরিচালক ডা. বোরহান উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আমির মোশারফ হোসেন, উপজেলা সেক্রেটারি আইয়ুব আলী প্রমূখ।
মন্তব্য করুন
