শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে বিএনপির ৮টি গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে জন-জিজ্ঞাসা ও আলোচনা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০২:১৪ পিএম
নোয়াখালীকে বিএনপির ৮টি মূল পরিকল্পনা নিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা
expand
নোয়াখালীকে বিএনপির ৮টি মূল পরিকল্পনা নিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নোয়াখালী জেলায় দলের ৮টি মূল পরিকল্পনা নিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এই পরিকল্পনাগুলো মূলত দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত।

এতে বিএনপির ৮টি গুরুত্বপূর্ণ পরিকল্পনার মধ্য রয়েছে, মেধাভিত্তিক সরকারি নিয়োগ প্রক্রিয়া চালু করা, উন্নয়ন প্রকল্পসমূহে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিশেষ সহায়তা প্রদান, তথ্যপ্রযুক্তি খাতে নতুন শিল্প ও উদ্যোগ গড়ে তোলা, বিদেশে কর্মসংস্থানের জন্য ভাষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রশিক্ষণ ও ক্যারিয়ার সেন্টার স্থাপন, সবার জন্য সহজলভ্য ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা, চাহিদাভিত্তিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন৷

এছাড়াও সভায় ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড (কৃষক কার্ড), সকল ধর্মীয় উপাসনালয়ের ইমাম, খতিব, পুরোহিতদের জন্য ভাতা প্রদানসহ অন্যান্য জনকল্যাণমূলক বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশে নতুন সম্ভাবনা সৃষ্টি ও জনগণের জীবনমান উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।

এছাড়াও প্যানেল আলোচক হিসেবে অংশ নেন অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম, অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার, নোয়াখালী জেলা বিএনপির সদস্য (অতিরিক্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এড. রবিউল হাসান পলাশ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাউন্সিলর ডেলিগেট ইকবাল বাহার আজাদ, নির্বাচন সংক্রান্ত গণনযোগ, তথ্য ও পরিকল্পনা, সহায়তা উপ-কমিটির সদস্য এড. মাহমুদ হাসান শাকিল, মাওলানা শহিদুল ইসলাম।

নোয়াখালী সদর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মজিবুল হক রনির সঞ্চালনায় অনুষ্ঠানে নোয়াখালী জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার মাধ্যমে বিএনপি নোয়াখালীতে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X