মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় পাঁচ আসনে মনোনয়ন দৌড়ে ৩০ জন

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম
নেত্রকোনা নির্বাচন কমিশন ভবন
expand
নেত্রকোনা নির্বাচন কমিশন ভবন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন দাখিলের শেষ দিনে নেত্রকোনায় উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী ২৯ ডিসেম্বর মনোনয়ন ফরম জমাদানের শেষ তারিখে জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

যার মধ্যে তিনজন প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়ন দাখিল করেছেন।

নেত্রকোনা জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং অফিসার মোঃ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল মনোনয়ন দাখিল করেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে (বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত) মো. লুৎফর রহমান ডিপ্টি মনোনয়নপত্র জমা দেন।

এ ছাড়া সিপিবির মনোনীত প্রার্থী দুর্গাপুর উপজেলা সিপিবির সভাপতি মো. আলকাছ উদ্দিন মীর, জাতীয় পার্টির (জিএম কাদের) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন খান, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও জেলা কমিটির সাবেক সহ সভাপতি আব্দুল মান্নান (সোহাগ) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর মনোনীত প্রার্থী মো. বেলাল হোসেন মনোনয়ন দাখিল করেন।

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি মো. আনোয়ারুল হক মনোনয়নপত্র জমা দেন। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জামায়াতের মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সাবেক আমির মো. এনামুল হক, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ফাহিম খান পাঠান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আবদুল কাইয়ুম, ইসলামী ঐক্য জোটের প্রার্থী মো. শরিফ উদ্দিন তালুকদার, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবিএম রফিকুল হক তালুকদার এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মো. আবদুর রহিম।

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম হিলালী মনোনয়ন দাখিল করেছেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সহসভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া জামায়াতের মনোনীত প্রার্থী মো. খাইরুল কবির নিয়োগী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আবুল হোসেন তালুকদার, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. শামসুদ্দোহা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জাকির হোসেন মনোনয়ন দাখিল করেন।

নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. লুৎফুজ্জামান বাবর মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর স্ত্রী তাহমিনা জামান মনোনয়ন দাখিল করেন। অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জামায়াতের মনোনীত প্রার্থী হেলাল তালুকদার, সিপিবির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সিপিবির সদস্য জলি তালুকদার, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী চম্পা রানী সরকার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. মুখলেছুর রহমান।

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার মনোনয়ন দাখিল করেছেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুম মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পূর্বধলা উপজেলা কমিটির সভাপতি ওয়াহিদুজ্জামান আজাদ মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নেত্রকোনার পাঁচটি আসনেই নির্বাচনী মাঠে প্রার্থীদের উপস্থিতি স্পষ্ট হয়ে উঠেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X