শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ জব্দ

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম
বিজিবির অভিযান
expand
বিজিবির অভিযান

নেত্রকোণার কলমাকান্দা সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ৭টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ বরুয়াকোনা বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে সীমান্ত পিলার ১১৮১ এমপি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলমাকান্দা উপজেলার ৮ নম্বর রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ‘আইস ভদকা’ ২৮ বোতল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X