

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আওয়ামী লীগের পতনের পর জামায়াতসহ আটটি ইসলামী রাজনৈতিক দলকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন না বলে মন্তব্য করেছেন নেত্রকোণা সদর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
তাঁর দাবি, বাংলাদেশের জনগণ কখনোই উগ্রপন্থা কিংবা ইসলামবিরোধী অবস্থান নেয়নি; বরং সবসময় মধ্যপন্থাকে অনুসরণ করেছে।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে নেত্রকোণা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডা. আনোয়ারুল হক বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের আস্থাই হবে সবচেয়ে বড় শক্তি। জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার করা সম্ভব।
সভায় তিনি জাতীয় নির্বাচন, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও নাগরিক অধিকার এবং নেত্রকোণার সার্বিক উন্নয়ন নিয়ে তাঁর অবস্থান তুলে ধরেন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ বিভিন্ন ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও তিনি উপস্থাপন করেন।
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করে। দেশের পরিবর্তন ও সংস্কারের পথনির্দেশ করে গণমাধ্যম।
মন্তব্য করুন
