

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেত্রকোণা জেলার উপজেলা মদন পৌরশহরের মহিউদ্দিন মার্কেটে ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে মার্কেটের কাপড় পট্টিসহ অন্তন ২৫টি দোকান পুড়ে গেছে।
এর সাথে আগুনে ৪৫ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার সকাল সাড়ে নয়টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে স্থানীয় লোকজন ও দমকল কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিভাতে গিয়ে ছানা মিয়া নামের একজন আহত হন। তাঁকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ব্যবসায়ীদেও সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় লোকজন মার্কেটের কাপড়পট্টির একটি দোকানে হঠাৎ করে ধোঁয়া বের হতে দেখেন। কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠে আশপাশের দোকানে ছাড়িয়ে পড়ে।
এতে তাপস বস্ত্রালয়, তাকিয়া বস্ত্রালয়, পোশাক শ্রী, রাজলক্ষী বস্ত্রালয়, মধূয়াখালী বস্ত্রালয়, সাইফুল বস্ত্রালয়, বিশ্বাস বস্ত্রালয়, মনেরেখা বস্ত্রালয়, মনোমোহন বস্ত্রালয়সহ অন্তত ২৫টি কাপড়ের দোকান পুড়ে যায়। এ ছাড়া মালামাল সড়াতে গিয়ে আরও ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় মদর ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা সময়ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে তা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না। আগুন নিভাতে গিয়ে উপজেলার উচিতপুর গ্রামের ছানা মিয়া আহত হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ব্যবসায়ী রাজীব পাল বলেন, উত্তম রায় বলেন, আগুন কীভাবে লেগেছে তা বলতে পারছিনা। আমার সব শেষ হয়ে গেছে। সব মিলে আগুনে কাপড় ব্যবসায়ীদের ১১ কোটি টাকার বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে। এখন আমরা সর্বশান্ত হয়ে পড়েছি। সামনের দিনগুলো কিভাবে বলবে তা বুঝে উঠতে পারছি না।’
মদন উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জমিয়ত আলী জানান , ‘কীভাবে আগুন লেগেছে তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদিলুজ্জামান জানান, ‘ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মার্কেটটিতে প্রায় ছয় শতাধিক দোকানপাট রয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন আগুনে সব মিলে তাঁদের প্রায় ১৮ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
মন্তব্য করুন