শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম
গ্রেপ্তারকৃত আসামিরা
expand
গ্রেপ্তারকৃত আসামিরা

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতভর এ অভিযান চালানো হয়।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম এতথ্য নিশ্চিত করেছেন।

জেলা পুলিশ সুপার বলেন, রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, আসামিদের মধ্যে চিহ্নিত চোর, মাদক ব্যবসায়ী, ডাকাত, ছিনতাইকারী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতরাও আছেন। অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন