সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নির্বাচন উপলক্ষে পৌর বিএনপির আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১১:৪১ পিএম
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নির্বাচন উপলক্ষে পৌর বিএনপির আলোচনা সভা
expand
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নির্বাচন উপলক্ষে পৌর বিএনপির আলোচনা সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যর কোন বিকল্প নাই, বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের সেন্টু মার্কেটস্থ জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক), সদস্য সচিব, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি এবং জহিরুল হক বিশ্বাস বুলু, সদস্য সচিব, সদর থানা বিএনপি।

সভায় সভাপতিত্ব করেন মোঃ সারোয়ার জাহান, সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ ইসমাইল বিশ্বাস, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি।

বক্তারা বলেন, বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দিয়ে দেশকে গণতন্ত্র ও জনগণের শাসনের পথে ফিরিয়ে আনতে হবে। তারা আরও বলেন, দলের ঐক্যই হচ্ছে সকল ষড়যন্ত্র মোকাবিলার মূল শক্তি। তাই সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সংগঠন আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন