শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ভলিবল খেলার সময় পুলিশ কর্মকর্তার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১১:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ভলিবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীমের (৫০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অধীন নয়াগোলা এলাকার পুলিশ লাইনে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত আব্দুল আলীম পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি পাবনা জেলার সুজানগর উপজেলার বাড়ইপাড়া গ্রামের মৃত বন্দের আলীর ছেলে।

সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরে আলম বলেন, বিকালে পুলিশ লাইন মাঠে অন্যদের সঙ্গে ভলিবল খেলছিলেন আব্দুল আলীম। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে ২৫০ শয্যবিশিষ্ট চাঁপাইবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা আব্দুল আলীমকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় দাপ্তারিক প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X