শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ বিশ্বরোডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৭:৫৬ পিএম
বিশ্বরোডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি
expand
বিশ্বরোডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি

চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার বিশ্বরোড মোড় হইতে পিটিআই মোড় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে ব্যাপক তৎপরতা চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। আজ সকাল ১১টায় এলাকায় যৌথ বাহিনীর সদস্যদের সক্রিয় অবস্থানে থাকতে দেখা যায়।

​সরেজমিনে দেখা গেছে, বিশ্বরোড এলাকায় পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালাচ্ছেন। বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের কাগজপত্র যাচাই এবং পরিচয় নিশ্চিত করা হচ্ছে। সেনা কর্মকর্তার সাথে কথা বলতে গেলে তিনি এ কথা বলেন, দায়িত্বরত এক সেনা কর্মকর্তা জনৈক ব্যক্তির সাথে কথা বলছেন এবং পাশে পুলিশ সদস্যরা অত্যন্ত সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন।

​জননিরাপত্তায় বিশেষ নজরে, বিশ্বরোড মোড়টি জেলা শহরের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হওয়ায় এখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে: ​সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত কাজ করা হচ্ছে।

​সন্দেহভাজন গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। ​সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। ​তৎপরতা বৃদ্ধির ফলে সাধারণ পথচারী ও যাত্রীদের মনে কিছুটা স্বস্তি লক্ষ্য করা গেছে। তবে জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিরা যেন হয়রানির শিকার না হন, সেদিকেও নজর রাখছে প্রশাসন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X