

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ স্কাউটস নাটোর জেলার উদ্যোগে পাঁচ দিনব্যাপী কাব ক্যাম্পুরী শুরু হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় সদর উপজেলা মিনি স্টেডিয়ামে ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, সততা, মানবিকতা ও নেতৃত্বগুণে গড়ে তোলে। ক্যাম্পুরীতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সহমর্মিতা, আত্মনির্ভরতা ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করবে। তারা সত্য ও ন্যায়ের পথে থেকে সমাজ ও দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং জেলা স্কাউটস কমিশনার জান্নাতআরা ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান, বাংলাদেশ স্কাউটস আঞ্চলিক উপপরিচালক আব্দুর রশীদ এবং উপআঞ্চলিক কমিশনার (প্রোগ্রাম) কাহারুল ইসলাম জয়। বাংলাদেশ স্কাউটস নাটোর জেলার সম্পাদক ও কাব ক্যাম্পুরীর সদস্য সচিব এস. এম. গোলাম মহিউদ্দিন জানান, জেলার ৭৫টি প্রাথমিক বিদ্যালয় থেকে কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাসহ মোট ৬০০ জন অংশগ্রহণ করছেন। পাঁচ দিনব্যাপী এই ক্যাম্পুরীতে কাব প্রোগ্রাম, বৃত্ত গঠন, গ্র্যান্ড ইয়েল, দড়ির কাজ, কাব অভিযান, প্রতিভা বিকাশ, বন্ধু গড়ি, ফান অ্যান্ড গেমস কার্নিভাল, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও মহাতাঁবু জলসা স আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন
