

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “এই নির্বাচনকে নিয়ে এখনো কিন্তু ষড়যন্ত্র ও চক্রান্ত বন্ধ হয়নি।
আপনারা পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন—একটি গোষ্ঠী নির্বাচনের কার্যক্রম ব্যাহত করতে এবং নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত আছে।”
তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে, সে নির্বাচনে যেন কোনো চক্রান্ত সফল না হয়, সে জন্য আমি আমার মা, বোন ও ভাইদের অনুরোধ করছি—সবাই ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্রের মোকাবিলা করবেন।”
শনিবার (১ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের একডালা শুভেচ্ছা ফার্মে ধানের শীষের পক্ষে ২ নম্বর তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার তাসনুভা তাবাসসুম রাত্রি, জেরিন সুবাহ রোদেলা, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, যুবদলের সভাপতি এ এইচ তালুকদার ডালিম, তেবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন