

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নাটোরে শিক্ষকদের চলমান কর্মবিরতির প্রতিবাদে এবং শিক্ষা কার্যক্রম চালু রাখার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
সোমবার দুপুরে শহরের বড়হরিশপুর শের-এ-বাংলা সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।
প্রায় ২০ মিনিট সড়ক অবরোধের পর স্থানীয় প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ সরিয়ে নেয় তারা।
অভিভাবকরা জানান, বার্ষিক পরীক্ষা চলমান থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা স্কুলে এসে জানতে পারে কার্যক্রম বন্ধ রেখেছেন শিক্ষকরা। এতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার করে অবিলম্বে শিক্ষা কার্যক্রম সচল করার দাবি জানান অভিভাবকরা।
মন্তব্য করুন
