বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে আইনজীবীদের মানববন্ধন

ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম
ফেনীতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মানণর দাবিতে আইনজীবীদের মানববন্ধন
expand
ফেনীতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মানণর দাবিতে আইনজীবীদের মানববন্ধন

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মানণর দাবিতে ফেনী জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন করেছেন আইনজীবীরা ।

সোমবার সকালে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে মানববন্ধনে আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমিন খানের সভাপতিত্বে ও এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর মেজবাহ উদ্দিন খাঁন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন মানিক, সাবেক সভাপতি আবদুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী , মোহতাছেম উদ্দিন বিল্লাহ নুরুল আবসার মুকুল প্রমুখ ।

আইনজীবীরা বলেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন অন্যান্য জেলায় ভিন্ন ভাবে থাকলেও ফেনীতে তা নেই, ফলে এজলাস সংকটের কারনে বিচারপ্রার্থীরা যেমন হয়রানি হচ্ছেন, পাশাপাশি বিচারিক কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে । বিগত ৫ বছর পুর্বে জমি অধিগ্রহণ করা হলেও অজ্ঞাত কারনে কার্যকর ব্যাবস্থা না নেয়ায় সকলেই হতাশ।

অতিদ্রুত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মানের কার্যক্রম শুরুর দাবী জানান আইনজীবীরা ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X