

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীতে হাজিরা দিয়ে ফেরার সময় আদালত প্রাঙ্গণে হামলার শিকার হয়েছেন সিয়াম হোসেন (২৫) নামে এক ছাত্রদল নেতা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা জজকোর্ট ভবনের নিচতলার সিডিআর রুমের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত সিয়াম হোসেন পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং এমরান মিয়ার ছেলে। হামলার পর স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে পলাশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত সিয়াম হোসেন জানান, সকাল ১১টার দিকে একটি মামলার হাজিরা দিতে আদালতে যান তিনি। হাজিরা শেষে ভবন থেকে বের হওয়ার সময় হঠাৎ ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তি লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। তিনি অভিযোগ করেন, হামলার সময় আশেপাশে পুলিশ থাকলেও কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসেনি।
খবর পেয়ে কোর্ট পুলিশের সহায়তায় সিয়ামকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান নরসিংদী জজকোর্টের পুলিশ পরিদর্শক সাইরুল ইসলাম।
ঘটনার কারণ ও হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
মন্তব্য করুন