

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর পলাশ উপজেলার ভিরিন্দা গ্রামে পূর্ববর্তী বিরোধের জেরে অসহায় এক বৃদ্ধ ও তার পুত্রকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আহত বৃদ্ধ মোঃ দীন ইসলাম (৬৭) তিনজনকে আসামি করে পলাশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জান যায়, তিন মাস আগে বাড়ির পাশের নিজস্ব বাঁশঝাড়ে বাঁশ কাটাকে কেন্দ্র করে দীন ইসলামের সঙ্গে প্রতিবেশী খোকন মিয়ার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ধস্তাধস্তির সময় খোকন মিয়া দীন ইসলামকে ধাক্কা দিয়ে পাশের পুকুরে ফেলে দেয়। পরে বিষয়টি দীন ইসলাম তার ছেলে বাবু মিয়াকে জানালে সে খোকনকে ফোন করে জানতে চাইলে খোকন উল্টো তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।
এরই জের ধরে শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে কৃষিজমি থেকে বাড়ি ফেরার পথে দীন ইসলাম ও তার পুত্র বাবু মিয়ার ওপর ওৎ পেতে থাকা খোকন মিয়া (৩৫), রহিমা খাতুন ওরফে পাখি (২৩) এবং ফুলবানু (৬০) দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
অভিযোগে বলা হয়, প্রথমে খোকন হাতে থাকা দা দিয়ে দীন ইসলামকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একই সময়ে রহিমা খাতুন ও ফুলবানু বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে বাবু মিয়াকেও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। হামলায় দীন ইসলামের মাথায় তিনটি এবং বাম বাহুতে একটি দা’র কোপ লাগে। এছাড়া রহিমা খাতুন বাবু মিয়ার বাম হাতের আঙুলে কামড়ে রক্তাক্ত জখম করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দীন ইসলামের মাথায় ১০টি এবং বাহুতে ৩টি সেলাই দেন।
চিকিৎসা শেষে তারা পলাশ থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মন্তব্য করুন