

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-২ (পলাশ–পাঁচদোনা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আমজাদ হোসেনের সমর্থনে ব্যাপক মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে পলাশ বিএডিসি বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায় হাজারো নেতাকর্মী অংশ নেন।
মোটরসাইকেল বহরটি নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচদোনা মোড়ে গিয়ে শেষ হয়।
এতে অংশ নেওয়া কর্মী-সমর্থকরা জানান, তারা তাদের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
শোভাযাত্রার আগে বিএডিসি বাসস্ট্যান্ড চত্বরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের নরসিংদী জেলা আমীর মাওলানা মুসলেহুদ্দীন, জেলা সেক্রেটারি ও মনোনীত প্রার্থী মাওলানা আমজাদ হোসেন, সহকারী জেনারেল মকবুল হোসাইন, পলাশ উপজেলা আমীর আবুল কাশেম সিকদার, সেক্রেটারি জেনারেল মাসুদ করিম এবং জেলা শিবিরের সাবেক সভাপতি এডভোকেট লোকমান হোসেন।
উল্লেখ্য, নরসিংদী-২ আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন।
মন্তব্য করুন