সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রায়পুরার দুর্গম চর থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ আট সন্ত্রাসী আটক

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম
আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ আটজন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করে র‍্যাব
expand
আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ আটজন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করে র‍্যাব

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ আটজন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

শনিবার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে র‍্যাব-১১ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আটককৃতরা হলেন— রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের শফিক মিয়া (৩২), মোস্তফা (৩৮), জাহিদ হাসান (১৭), আয়নাল (৩৮), মহিউদ্দিন ওরফে হৃদয় (২২), বাচ্চু মিয়া (৬২), কালু মিয়া (৬৯) এবং বাছেদ মিয়া (৪০)।

র‍্যাব জানায়, তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৫টি একনলা বন্দুক, ১টি দুইনলা বন্দুক, দেশীয় তৈরি ২টি এলজি, ১টি পাইপগান, ৩টি ম্যাগাজিন এবং ৩৫ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ সূত্রে জানা গেছে, রায়পুরার সায়দাবাদ ও নরসিংদী সদর উপজেলার আলোকবালি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ, হত্যাকাণ্ড, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে আসছিল। এসব সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান এড়াতে দুর্গম চরাঞ্চলে আত্মগোপনে ছিল।

শনিবার ভোর ৫টার দিকে র‍্যাব-১১ নারায়ণগঞ্জের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, আটক শফিক, মোস্তফা, জাহিদ হাসান, বাছেদ, বাচ্চু মিয়া ও মহিউদ্দিনের নামে পৃথক হত্যা মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তার এবং আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতেই এসব অস্ত্র তারা মজুদ করে রেখেছিল।

আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব-১১।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন