

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীতে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে দলকে সুসংগঠিত ও জনগণের প্রকৃত শক্তির প্রতিফলন ঘটানো রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (২৯ অক্টোবর ) দুপুরে নরসিংদীর মাদবদীর হেরিটেজ রিসোর্ট মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা চাঁদাবাজি করে, লুটপাট চালায়, সাধারণ মানুষকে হয়রানি করে, খুনি-সন্ত্রাসী ও ফ্যাসিস্ট দলের দোসর — তারা বিএনপির সদস্য হতে পারবে না।
রিজভী আহমাদ আরও বলেন, বিএনপি হবে একটি সুসংগঠিত ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল। এই দলে যোগ দেবেন শিক্ষক, চাকরিজীবী, রিকশা চালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বিএনপি জনগণের দল, জনগণের শক্তিতেই বিএনপি নতুনভাবে দাঁড়াবে। তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এগিয়ে যাবে। বিএনপিকে ভাঙতে যত ষড়যন্ত্রই হোক, ব্যর্থ হবেই। আমরা লড়াই করে আজ এখানে এসেছি, আগামীতেও লড়াই করব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী। এসময় কেন্দ্রীয়, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, সদস্য সংগ্রহ কর্মসূচির মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যন্ত আরও শক্তিশালী করা হবে। জনগণের অংশগ্রহণই হবে বিএনপির সবচেয়ে বড় শক্তি।
তারা আরও জানান, সদস্য সংগ্রহ কার্যক্রমের পাশাপাশি দলীয় কার্যক্রম গতিশীল করতে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচিও হাতে নিয়েছে জেলা বিএনপি।
অনুষ্ঠান শেষে নতুন সদস্যদের মাঝে সদস্যপদ ফরম বিতরণ করা হয় এবং আগামী ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ অভিযান চালিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
মন্তব্য করুন