

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর সদর উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ অর্থ ও দেশীয় অস্ত্রসহ এক চিহ্নিত নারী মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার।
আটককৃত নারীর নাম চম্পা বেগম (৪২)। তিনি সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের মধ্য শীলমান্দি গ্রামের বাদল মিয়ার মেয়ে।
অভিযানকালে তার কাছ থেকে ৫৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২৯ লাখ ৯৬ হাজার ২২০ টাকা, বেশ কয়েকটি ধারালো দেশীয় অস্ত্র এবং ৬টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল শীলমান্দি ইউনিয়নের মধ্য শীলমান্দি গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা, নগদ অর্থ ও দেশীয় অস্ত্রসহ চিহ্নিত মাদক কারবারি চম্পা বেগমকে আটক করা সম্ভব হয়।
তিনি আরও জানান, যৌথবাহিনীর নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়। আটককৃত চম্পা বেগমের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন
