বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বেলাবো প্রেসক্লাবে নবাগত ইউএনও ও ওসি'র মতবিনিময় সভা 

বেলাবো(নরসিংদী)প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম
বেলাবো প্রেসক্লাব
expand
বেলাবো প্রেসক্লাব

নরসিংদীর বেলাব উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া ও বেলাবো থানার (ভারপ্রাপ্ত) ওসি এস এম আমানউল্লাহ এর সাথে বেলাবো কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভার আগে বেলাবো প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশাররফ হোসেন নীলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হকের পরিচালনার উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, নরসিংদী জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, বেলাবো প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ সপ্বন মাহমুদ, সাবেক সভাপতি শেখ আঃজলীল, বেলাবো প্রেসক্লাবের অর্থ সম্পাদক আলমগীর পাঠান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রমজান আলী জুয়েল,দপ্তর সম্পাদক মোঃ আলি হোসেন,সদস্য দিদার হোসেন পিন্টু,রুমেল আফ্রাদ রুবেল,মোঃ এমাদ হোসেন, মোঃ বাদল মিয়া, রেজাউল আলম বিপ্লব, শফিকুল ইসলাম, ফয়সাল আহমেদ আব্দুল্লাহ,শাহিনূর আক্তার,মোঃ হালিম মিয়া'সহ প্রমুখ।

বেলাবো থনার (ভারপ্রাপ্ত) ওসি এস এম আমানউল্লাহ বলেন, বেলাবোবাসীর নিরাপত্তা ও শান্তি বজায় রাখাই হবে আমার মূল লক্ষ্য। সাংবাদিক সমাজের সহযোগিতা পেলে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা সম্ভব। তিনি মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির কথাও পুনরায় উল্লেখ করেন।

বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাদ, সুষ্ঠুভাবে নিশ্চিত করা উপজেলা প্রশাসনের অন্যতম দায়িত্ব বলে সভায় অবগত করেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা চান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X