বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বেলাবতে তৃণমূলের তরুণ প্রজন্ম ও নারী পুরুষদের সাথে মতবিনিময় 

বেলাব(নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম
মতবিনিময় সভা
expand
মতবিনিময় সভা

“সাইবার সহিংসতাসহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন, নারী ও কন্যার অগ্রসরমানতা নিশ্চিত করুন” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর বেলাবতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) ও বিশ্ব মানবাধিকার দিবস, ২০২৫ পালন উপলক্ষে নারী ও কন্যার প্রতি সকল প্রকার সহিংসতাসহ সাইবার সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৃণমূলের তরুণ প্রজন্ম ও নারী পুরুষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড রায়পুরা রোডে বেলাব মহিলা পরিষদের কার্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদ লিগ্যাল এইড উপ-পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার আয়োজনে নারী ও কন্যার প্রতি সকল প্রকার সহিংসতাসহ সাইবার সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৃণমূলের তরুণ প্রজন্ম ও নারী পুরুষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিনের পরিচালনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ জাহানুল হক বাবুল, মহিলা পরিষদ বেলাব উপজেলা সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা,লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, আন্দোলন সম্পাদক মিনতী রানী সূত্রধর, প্রশিক্ষন সম্পাদক মায়া রানী'সহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন শাখার সদস্য বৃন্দ।

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তি বলেন, নারীর প্রতি সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগই পারে সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে। আমরা প্রত্যেকে দায়িত্বশীল হলে নিরাপদ সমাজ গড়া সম্ভব।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X