

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর পলাশে ৫ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০ হাজার টাকাসহ কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী মাসুদ মিয়া (৪০)–কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলমের নেতৃত্বে এএসআই জয়নাল আবেদীন, এএসআই আ. ওয়াদুদ ভূইয়া ও সঙ্গীয় ফোর্স জয়পুরা গ্রামে এ অভিযান পরিচালনা করেন। উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রাম থেকে গ্রেফতারের সময় মাসুদের কাছ থেকে ৫ রাউন্ড গুলি, ১২০ ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাসুদ মিয়া গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের সাফির উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করেছিল সে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গ্রেফতারকৃত মাসুদ একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদক আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।”
পুলিশ জানায়, মাসুদের বিরুদ্ধে আরও একাধিক অপরাধের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন
