বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থ পাচার না হলে বাংলাদেশ সিঙ্গাপুরের চেয়েও উন্নত হতো: এটিএম আজাহার

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজাহারুল ইসলাম
expand
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজাহারুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজাহারুল ইসলাম বলেছেন, দেশের সম্পদের ঘাটতি নেই; বরং বিদেশে অর্থ পাচারই উন্নয়ন ব্যাহত হওয়ার মূল কারণ।

তিনি বলেন, “হাজার হাজার কোটি টাকা যদি বিদেশে পাচার না হয়ে দেশের উন্নয়নে ব্যয় হতো, তবে বাংলাদেশ কয়েকটি সিঙ্গাপুরের চেয়েও উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারত।”

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ গ্রামে প্রয়াত দলীয় সাবেক সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এটিএম আজাহারুল ইসলাম আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত সমাজ গঠনই হবে তাদের প্রথম অঙ্গীকার। “শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব,”—বলেন তিনি।

জুলাইয়ের গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র–জনতা শুধু নির্বাচনের দাবিতে জীবন দেয়নি; বরং সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করেছে। নির্বাচনকে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ার “একটি অংশমাত্র” বলে উল্লেখ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমির মুহাম্মদ বদরুদ্দীন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চলের সহকারী দেলোয়ার হোসাইন এবং ফরিদপুর-৪ (সদরপুর–ভাঙ্গা–চরভদ্রাসন) আসনের জামায়াত–সমর্থিত এমপি প্রার্থী মো. সরোয়ার হোসাইন প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X