মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

৩০ লাখের গাড়িতেই বিএনপি নেতার পল্টি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১১:১২ পিএম
সংবাদ সম্মেলন
expand
সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের বিরুদ্ধে জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর।

সোমবার (২৪ নভেম্বর) সোনারগাঁয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই প্রতিবাদ জানান। রবিকে তাঁর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন রফিকুল ইসলাম। অন্যথায় দলীয় বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে।

উক্ত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বারসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম বিডিআর জানান, গত ২০ নভেম্বর সিদ্ধিরগঞ্জের কদমতলীস্থ নাভানা সিটি বালুর মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ৩১ দফা বাস্তবায়ন ও গণসংযোগ অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি মন্তব্য করেছেন, আমি নাকি বলেছি নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র বর্তমান আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সোনারগাঁ উপজেলা বিএনপি’র সভাপতি ও বিএনপি মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের কাছ থেকে ত্রিশ লক্ষ টাকার গাড়ী উপহার নিয়ে পল্টি দিয়েছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত। তাঁহার এই বক্তব্যের কোন সত্যতা নেই। আমি তাঁর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি আপনাদের মাধ্যমে তাঁর এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় আমি দলের মাধ্যমে প্রয়োজনীয় বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো। ইতিমধ্যে বিভ্রান্তিকর এই সংবাদটি আজহারুল ইসলাম মান্নান সাহেবের দৃষ্টিগোচর হয়েছে এবং তিনি তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এই বক্তব্য প্রদান করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন