

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় পাঁচ দশমিক সাত মাত্রার কাছাকাছি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
এতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ভূমিকম্পে একাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও ৫.৫ মাত্রার ভূমিকম্পে তীব্র ঝাঁকুনি অনুভূত হলে এর প্রভাবে বিভিন্ন বহুতল ভবনে ফাটল দেখা দেয়।
এর ফলে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলে বহুতল ভবনে থাকা মানুষজন তাড়াহুড়ো করে বের হতে গিয়ে অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভূমিকম্পে সিদ্ধিরগঞ্জের সিদ্দিকিয়া মাদ্রাসার ভবনের দেয়াল ধসে যায় এবং আশেপাশের একাধিক ভবনে ফাটল দেখা দেয়।
এদিকে সিদ্ধিরগঞ্জ আটি হাউজিং এলাকার ৫ নম্বর সড়কের দুইটি বাড়ি ও দুই নম্বর সড়কের একটি ভবনের উপর আরেকটি ভবন হেলে পড়ার মতো অবস্থা সৃষ্টি হয়। সিদ্ধিরগঞ্জপুল, নতুন মহল্লা এলাকায় একাধিক ভবনের ফাটল দেখা দিয়েছে।
এছাড়াও হীরাঝিল এলাকায় অবস্থিত সিটি ইন্টারন্যাশনাল স্কুল নামক একটি ভবনে ফাটল দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ভূমিকম্পের সময় সিটি ইন্টারন্যাশনাল স্কুলের বাংলা শাখার ইনচার্জ আব্দুর নূর ও ডে কেয়ার শাখার ইনচার্জ কামাল উদ্দিন দ্রুত শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেন। ভেনাস এডোকেশন সোসাইটির আয়োজনে আজ সকালে বৃত্তি পরীক্ষা চলছিলো, যেখানে বিভিন্ন স্কুলের ৪ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
স্কুলের একজন শিক্ষক জানান, আমরা জীবনের মায়া ত্যাগ করে প্রতিটি বাচ্চাকে নিরাপদে বের করে নিয়ে আসতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ।
মন্তব্য করুন