সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম
তারেক রহমান (২৬)
expand
তারেক রহমান (২৬)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় তারেক রহমান (২৬) নামের এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

গত রোববার রাতে উপজেলার পূর্বাচল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তারেক রূপগঞ্জ সদর ইউনিয়নের মৃত নুর মোহাম্মদের ছেলে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা টানা দুই দিনের সাটডাউন ‘সফল’ করতে রবিবার গভীর রাতে পূর্বাচলের তিনশ’ ফুট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে রাতেই অভিযান চালিয়ে যুবলীগ কর্মী তারেক রহমানকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে।

আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন