

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে জোড়া খুনের চাঞ্চল্যকর ঘটনার অন্যতম আসামি অহিদ (৩৫) কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল শুক্রবার রাত সাড়ে তিনটার সময় সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার দুপুরে র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মো: নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার অহিদ মুন্সিগঞ্জ সদর উপজেলার বড় মোল্লাকান্দি এলাকার নূর মোহাম্মদ চৌধুরীরর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ১০ নভেম্বর সকালে গ্রেফতার আসামি অহিদসহ ১০০ থেকে ১২০ জন সন্ত্রাসী মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা সঙ্ঘবদ্ধ হয়ে ধারালো চাপাতি, রামদা,বন্দুক, পিস্তল, চাইনিজ কুড়াল, ককটেল, হকিস্টিক ও লোহার রডসহ বিভিন্ন প্রকার দেশী ও বিদেশী অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আরিফ মীরের বাড়ীতে অতর্কিত হামলা চালায়।
আরিফ মীর সকালে ব্রাশ করতে ঘর থেকে বের হলে আসামিরা বন্দুক দিয়ে আরিফ মীরকে হত্যার উদ্দেশ্যে গুলি করলে উক্ত গুলি আরিফ মীর এর বুকের বামপাশে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং আরিফ মীর ঘটনাস্থলেই মারা যান।
র্যাব আরও জানায়, পরবর্তীতে আসামিরা তাদের হাতে থাকা ককটেল বিস্ফোরণ ঘটাতে ঘটাতে রায়হান খা এর বাড়ীতে যায়। রায়হান খা ঘরের দরজার সামনে দাড়িয়ে থাকা অবস্থায় আসামিদের হাতে থাকা বন্দুক দিয়ে রায়হান খা'কে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী গুলি করলে রায়হান খা গুরুতর রক্তাক্ত জখম হয়।
পরে মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রায়হান খা’কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে গত মঙ্গলবার ১১ নভেম্বর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মন্তব্য করুন