রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৮০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০২:০৫ পিএম
একেএম শামীম ওসমান
expand
একেএম শামীম ওসমান

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাফসিন আহমেদ জিসান (১৯) নামে এক তরুণকে গুলিবর্ষণ করে আহত করার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।

আদালতের নির্দেশে গত বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়।

প্রায় ১৬ মাস পর নারায়ণগঞ্জ -৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমিরি ওসমানসহ ৮০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের হয়।

বিষয়টি শনিবার (৮ নভেম্বর) সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

পুলিশ সূত্রে জানা যায়, হত্যাচেষ্টা মামলায় মোট ৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৮ জুলাই দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন নাফসিন আহমেদ জিসান (১৯)।

পরে চলতি বছরের ১৯ সেপ্টেম্বর আহত জিসান নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে সংশ্লিষ্ট থানাকে মামলা রেকর্ড করার নির্দেশ দেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, আদালতের নির্দেশে হত্যা চেষ্টার মামলা রেকর্ড করা হয়েছে। বাদী জিসান গত বছরের জুলাই মাসের আন্দোলনে আহত হয়েছিলেন বলে জানান ওসি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন